নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধা পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।রবিবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৮ সালে অনুষ্ঠিত বিজ্ঞান মেধা অভীক্ষায় বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের সফল মেধাবী ৮৬৯ জন ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।

পাশাপাশি দ্বিতীয় থেকে দশম শ্রেণীর বেশ কিছু মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে এককালীন মোট ৪৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়।


আরও পড়ুনঃ মেধাবী পড়ুয়াদের পুরস্কার প্রদান জলঙ্গীতে কন্যাশ্রী দিবসে
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি তপন মিশ্র, জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য, জেলা সভাপতি দিলীপ চক্রবর্তী সহ বিজ্ঞান আন্দোলনের অন্যান্য নেতৃত্ব ও বিজ্ঞান কর্মী বৃন্দ।
এদিন মেধা অভীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়স্তরে ভগবতী শিশু শিক্ষায়তন এবং মাধ্যমিক বিদ্যালয় স্তরে অলিগঞ্জ বালিকা বিদ্যালয়কে সেরা বিদ্যালয় হিসেবে সুদৃশ্য ট্রফি(রানিং) দিয়ে পুরস্কৃত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584