আরামবাগে হেলিকাপ্টার পরিষেবা প্রস্তুতি সমাপন উড়ানের অপেক্ষা

0
234

নাদিহা বেগম,আরামবাগঃ

বহু প্রতীক্ষার অবসান আরামবাগে চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা।আরামবাগের পল্লীশ্রী মোড়ে দ্বারকেশ্বর নদের পার্শ্ববর্তী ময়দানে হেলি কপ্টার পরিষেবা সূচনার প্রস্তুতি হয়ে গেল হৈ হৈ করে।শুক্রবার বেলা,সাড়ে এগারটা নাগাদ এই মহড়া হয়।এই স্থলে হেলিকপ্টার নামার ঠিক উপযুক্ত পরিবেশ আছে কিনা তাও খতিয়ে দেখেন এই বিষয়ে দক্ষপরিচালকগণ। এমন কি হেলি প্যাড ঠিক ভাবে গঠন করা হয়েছে কিনা তাও তারা পর্যবেক্ষন করেন ।এদিন হাজির ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার,পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী,আরামবাগের এস ডি পি ও,আইসি সহ একাধিক ব্যক্তিত্ব। ছিলেন হেলিকপ্টার উড়ানের বিশেষজ্ঞরা। তবে সঠিক ভাবে কবে থেকে এই পরিষেবা শুরু হবে আরামবাগ থেকে তা এখনি তারা জানাননি। এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী জানান, খুব শীঘ্রই আরামবাগ থেকে হেলিকপ্টার পরিষেবা চালু হবে। এছাড়াও আরামবাগের সংসদ অপরূপা পোদ্দার বলেন, আরামবাগ থেকে হেলিকপ্টার পরিষেবা চালু হলে এখানকার মানচিত্র অনেকটাই পাল্টে যাবে ।

নিজস্ব চিত্র

অন্যান্য জায়গার মতো আরামবাগ শহর আকাশপথে যোগাযোগের মাধ্যম গড়ে উঠবে । এর ফলে এই এলাকায় যোগাযোগের ব্যবস্থা অনেক উন্নতি ঘটবে। খুব অল্প সময়েই আরামবাগ থেকে কোলকাতা পৌঁছে যাওয়া যাবে। অনেক সময়ই হাসপাতালে অনেক রোগীর ক্ষেত্রে দ্রুত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রেও এই হেলিকপ্টারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাওয়া যাবে। আর অন্যান্য জায়গা থেকেও এই এলাকায় পর্যটকেরা ভ্রমণ করতে আসেন কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন জায়গায় সেক্ষেত্রেও অনেকটা সহজ ও সুবিধা হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here