নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শনিবার মেচেদায় এনআরসির বিরুদ্ধে মিছিল করে তৃণমূল।
এই বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে শহীদ মাতঙ্গিনী শহীদ মিনারের সামনে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
মূলত অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়েছে গোটা দেশ তার ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারই পাশাপাশি রাজ্যে শাসকদল ও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছে।
এদিন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা জানান, সারাদেশে যেভাবে এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে বিজেপি সরকার তারই বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। এছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছি আমরা।
আরও পড়ুনঃ বহরমপুরে জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের শ্রমিক সম্মেলন
যদিও জেলা তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা যায় আগামী দিনে জেলায় মহামিছিলের আয়োজন করা হবে। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, শান্তিপুর ১ নম্বর অঞ্চলের প্রধান সেলিম আলী সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব। এইদিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584