নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
নাগরিকত্ব বিলের প্রতিবাদে নানা ভাবে গন্ডগোলের জেরে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে দিনহাটায় মিছিল করল নাগরিক সমাজ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মিছিলে অংশ নেয়। বুধবার বিকালে দিনহাটা পুরসভার সামনে থেকে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে নাগরিক সমাজের এদিনের এই মিছিল বের হয়। এদিনের এই শান্তি ও সম্প্রীতি রক্ষার মিছিলে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন দিনহাটা মহকুমা শাখা, দিনহাটা বার অ্যাসোসিয়েশন, বয়েজ রিক্রিয়েশন ক্লাব, বিবর্তন সাহিত্য গোষ্ঠী, শিক্ষক সমাজ, দিনহাটা পুরসভার কর্মচারীরা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্তরের মানুষ এই মিছিলে অংশ নেয়।এদিনের এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ দিনের মিছিলের পুরোভাগে ছিলেন দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ, ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের দিনহাটা শাখার সম্পাদক ডা: বিদ্যুৎ কমল সাহা, সভাপতি ডাঃ গৌতম গাঙ্গুলী, বিশিষ্ট চিকিৎসক কেসি সাহা, দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিত্সক ডা: বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ডা: উজ্জ্বল আচার্য ডা: বিবেকানন্দ বেরা, দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের প্রাক্তন সম্পাদক গোকুল সরকার, কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশংকর মহেশ্বরী, সমাজকর্মী বিভুরঞ্জন সাহা , দিনহাটা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের তাহেরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই।
হিংসা নয় প্রতিবাদ হোক শান্তির পথ ধরে, বিদ্বেষ নয় প্রতিবাদ মানবিক হাত ধরে। এই স্লোগানকে সামনে রেখে এদিনের এই মিছিল শহর পরিক্রমা কালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নানা স্লোগান তুলে ধরা হয়।
দিনহাটা পুরসভার চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ জানান, নাগরিক সমাজ এদিনের এই মিছিলের আয়োজন করেন। সেই মিছিলে তিনিও একজন সাধারন মানুষ হিসাবে সকলের সাথে সামিল হন।
আরও পড়ুনঃ সিএএ বিরোধিতায় স্মারকলিপি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের
আই এম এ দিনহাটা মহকুমা সম্পাদক বিদ্যুৎ কমল সাহা বলেন নতুন নাগরিকত্ব আইন নিয়ে যে হিংসা ও বিদ্বেষ শুরু হয়েছে তা বন্ধ করে শান্তির ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এদিন দিনহাটার বিভিন্ন স্তরের মানুষ একজোট হয়ে শান্তির পক্ষে এই মিছিলে পা মেলান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584