মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারের জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আজ বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিন কোচবিহারের রাস মেলা ময়দান থেকে দুই শতাধিক লোক মিছিল করে এসে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
এরপর ১৫ দফা দাবির ভিত্তিতে তারা জেলা শাসককের কাছে ডেপুটেশন দেয়। সংগঠনের তরফে জানান হয়েছে, ১৯৮৯ সাল থেকে কোচবিহারে প্রতিবন্ধীদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিহ্নিত করে তাদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হত। অভিযোগ, অজ্ঞাত কারণ বশত সেই শংসাপত্র দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত মানবিক প্রকল্পে পেনশন দেওয়ার কাজ যখন শুরু হয়েছে, সেই সময় কোচবিহারের প্রতিবন্ধীদের শংসাপত্র পত্র প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তারা পেনশন না পায়। এদিন এরই প্রতিবাদে জেলা শাসকের অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীরা। ডেপুটেশনও দেওয়া হয়।
বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সভাপতি সুনীল ঈশোর বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত মানবিক প্রকল্পে পেনশন দেওয়ার কাজ যখন শুরু হয়েছে, সেই সময় কোচবিহারের প্রতিবন্ধীদের শংসাপত্র পত্র প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তারা পেনশন না পায়। এর প্রতিবাদে সরকারের একটি পরিসেবা থেকে প্রতিবন্ধীদের বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা জেলা শাসকের দপ্তরে ঘেরাও অভিযান করেছি।”
আরও পড়ুনঃ মহানগরীতে ভর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট,নাজেহাল যাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584