নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার ছিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এর প্রতিষ্ঠা দিবস।এদিনই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে “আমাদের কাজ কোথায়?”এই শ্লোগানকে সামনে রেখে নতুন দিল্লিতে পার্লামেন্টে মার্চে সামিল হয় ডিওয়াএফআই।এই কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় ডিওয়াইএফআই এর জেলা দপ্তর সহ অনত্র সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয়।
পাশাপাশি এদিন সন্ধ্যায় কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে পথসভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের পঞ্চুরচক, এল.আই.সি মোড়,অশোকনগর মোড়,জলট্যাঙ্ক,রাঙামাটিসহ অন্যত্র পথসভা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের শহর ও জেলা নেতৃত্ব।বক্তব্য রাখেন সুমিত অধিকারী,আব্দুল রাফে,সুব্রত চক্রবর্তী,সঞ্জয় সিনহা,অরিন্দম দত্ত,মানস প্রামাণিক প্রমুখ যুব নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ কৃষ্ণনগরে রাজ্য হস্তশিল্প মেলা উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584