নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্র ও রাজ্য সরকারের ‘ছাত্রস্বার্থ’ বিরোধী শিক্ষানীতির প্রতিবাদে এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে খড়্গপুর মহকুমায় মহকুমাস্তরীয় মিছিল অনুষ্ঠিত হলো খড়্গপুর শহরে। পড়াশুনার খরচ কমাও ,জাত ধর্মের হিংসা থামাও, রক্ষা করো শিক্ষার অধিকার এই দাবিতে ,ভর্তির নামে কলেজে কলেজে টিএমসিপির দুর্নীতি ও তোলাবাজির প্রতিবাদে, স্কুল কলেজে ফি বৃদ্ধি রোধে,কেন্দ্রীয় সরকারের ইউজিসি তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে, সরকারি ও বেসরকারি বাসে ছাত্রছাত্রীদের বাসভাড়ার কনসেশনের দাবিতে, অগণতান্ত্রিক কাউন্সিল নয়,গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক ছাত্রসংসদের দাবিসহ শিক্ষা এবং ছাত্রছাত্রীদের স্বার্থ সম্বিলিত নানা দাবিতে এই মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে খড়্গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে ইন্দা এলাহাবাদ ব্যাংকের সম্মুখভাগ পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।
সেখানে মিছিল শেষে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক অর্জুন রায়, রাজ্য সহ সভাপতি কমরেড সৌতম মাহাত ,জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, জেলা সভাপতি সৈয়দ সাদ্দাম আলি প্রমুখ ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ।সভা পরিচালনা করেন এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সৈয়দ সাদ্দাম আলী। আজকের মিছিল ও বিক্ষোভ সমাবেশ মহকুমার বিভিন্ন প্রান্তের কয়েকশো ছাত্রছাত্রী যোগ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584