মনিরুল হক, কোচবিহারঃ
ড্যামেজ কন্ট্রোল করতে এবার কাটমানির পাল্টা ‘ব্ল্যাক মানি’ ইস্যুকে সামনে এনে পথে নামল তৃণমূল কংগ্রেস। কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল পরাজিত হবার পর স্বাভাবিক ভাবেই হতোদ্যম কর্মীরা। এই অবস্থায় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এলাকায় এলাকায় সভা ও বৈঠক করছেন তৃণমূল নেতৃত্ব।
রবিবার কোচবিহার-১ নং ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের ধাইয়েরহাট হাই মাদ্রাসায় তৃণমূল কর্মীদের নিয়ে সভা করলেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিনের কর্মীসভার শেষে কর্মীদের নিয়ে এলাকায় মিছিল করেন তিনি। সভায় কর্মীদের বার্তা দেন যারা সন্ত্রাস করে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক শক্তি যাতে এলাকায় কোন অশান্তি পাকাতে না পারে সেদিকে কর্মীদের লক্ষ্য রাখতে বলেন তিনি।
পাশাপাশি বুথে বুথে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের দলের কাজে যুক্ত করার কথা বলেন রবি বাবু।
এইদিন বিজেপি বিরোধী আন্দোলনে এলাকায় এলাকায় প্রতিবাদ প্রতিরোধে সামিল হতে কর্মীদের আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ বিজেপির সভা লক্ষ্য করে তৃণমূলের ছোঁড়া ঢিলে আহত ৩ পুলিশ কর্মী
এদিনের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের জেলা নেতা আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের সদস্য তথা মহিলা তৃণমূল-কংগ্রেস নেত্রী সুচিস্মিতা দেবশর্মা,স্থানীয় তৃণমূল নেতা আশরাফুল আলম প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584