নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক দিক লক্ষ্য করে রাজ্য সরকারের হস্তক্ষেপে নানা পদক্ষেপ নিচ্ছে তেমনি এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলাতে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি করল বিভিন্ন রকম দ্রব্য।
আর সেই দ্রব্য ব্লক অফিসে বসে নির্ধারিত বাজার মূল্যে তাঁরা বিক্রি করবেন বলে ব্লক প্রশাসন সূত্রের খবর। বৃহস্পতিবার কাঁথি-৩ ব্লকের সভাগৃহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তৈরি করা বিভিন্ন দ্রব্য বিক্রির জন্য নিয়ে আসেন।এ দিন ব্লকের আধিকারিক,জন প্রতিনিধি,কর্মচারী,সাধারণ মানুষ-প্রত্যেকেই তাঁদের জিনিস উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করেন।
উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান,খাদ্য কর্মাধ্যক্ষ অমৃতাংশু প্রধান ও গৌরিশঙ্কর মিশ্র প্রমুখ। এ দিন জন প্রতিনিধিরাও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে উপযুক্ত দাম দিয়ে বিভিন্ন দ্রব্য সামগ্রীও ক্রয় করেন।
আরও পড়ুনঃ ধান বিক্রি করতে গিয়ে ধলতা নেওয়ার অভিযোগ
কাঁথি-৩ ব্লকের মহিলা উন্নয়ন আধিকারিক কৃষ্ণা শৌন্ড রায় বলেন,”কাঁথি-৩ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তৈরি করা শাড়ী,মাদুর,ধূপ কাঠি,পাপোস-সহ নানা জিনিসপত্র বিক্রি করবে।
যাতে উৎপাদন বাড়ানো যায় ও বাজার জাত করা যায় এবং বাইরে রপ্তানি করা যায়,সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বছর ধরে এই কর্মসূচি চলবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই উদ্যোগ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584