নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা সাত মাসে একবারই মাত্র চার হাজার টাকা সাম্মানিক পেয়েছিলেন। তারপর থেকে আর কোনও টাকা পাননি। ফলে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৬ জন অতিথি অধ্যাপক। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার আগে পাস কোর্সের ক্লাস নেওয়ার জন্য ধাপে ধাপে ২৬ জনকে অতিথি শিক্ষক হিসাবে নিযোগ করা হয়েছিল।
করোনার লকডাউনের কারণে মার্চ মাস থেকে পঠনপাঠন বন্ধ থাকায় এবং ছাত্র-ছাত্রী ভর্তি না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে অতিথি অধ্যাপকদের সাম্মানিক দিতে পারছে না। ইতিমধ্যে কর্তৃপক্ষ উচ্চশিক্ষা দফতরকে বিষয়টি জানিয়েছে। অতিথি অধ্যাপকদের দাবি, জেলার বিভিন্ন কলেজগুলিতে সাম্মানিক দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হওয়ার পর চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিযোগ হয়েছে। তাঁরাও নিয়মিত বেতন পাচ্ছেন। অথচ তাদের ক্ষেত্রে আর্থিক সংকটের দোহাই দেওয়া হচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুটার জেলা সভাপতি সুব্রত সাহা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ে একমাত্র পাশ কোর্স পড়ানো হয়। প্রতি বছর অনেক ছাত্র-ছাত্রী ভর্তি হয়। অতিথি শিক্ষকেরা পড়ান।
এই অতিথি শিক্ষকেরা দীর্ঘ কয়েক মাস ধরে সাম্মানিক পাচ্ছেন না।’ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার আগে তাঁরা নিয়োগ হওয়ায় সমস্যা হচ্ছে। যেহেতু অতিথি ও চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়, তাই আমরা উচ্চশিক্ষা দফতরকে বিষয়টা জানিয়েছি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584