ভ্যান চালকদের পেশাগত দাবীতে ডেপুটেশন

0
55

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

professional demands for van drivers
নিজস্ব চিত্র

মোটর ভ্যান চালকদের ধর-পাকড় ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ সহ মোট সাত দফা দাবীতে মালদহ জেলা শাসককে ডেপুটেশন দিল সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। সোমবার এই ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে মালদা জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ হাজার মোটর ভ্যান চলকের জমায়েত হয়।গোটা মালদা শহর জুরে একটি রালি করার পর জেলা প্রশাসিক ভবনের সামনে একটি বিক্ষোভ সভা করে। মোটর ভ্যান চালকদের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন বিক্ষোভ শেষে জেলা শাসকের হাতে তাদের ডেপুটেশনটি তুলে দেয় সংগঠনের পক্ষ থেকে।
সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের এদিনের দাবীগুলির মধ্যে ছিল মোটর ভ্যান চালকদের ধর-পাকড় ও পুলিশী নির্যাতন বন্ধ করতে হবে,বিভিন্ন থানায় আটকে রাখা মোটরভ্যান ছাড়তে হবে,মোটরভ্যান চালকদের সরকারি লাইসেন্স ও পরিবহন শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তভূক্ত ও বীমা চালু সহ সকল মোটরভ্যান চালকদের টিআইএন দেওয়ার দাবী।

professional demands for van drivers
নিজস্ব চিত্র

আরও পড়ুন: কম্বল-শীতবস্ত্র প্রদান জেলা প্রশাসনের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here