নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত অক্টোবরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধুনিক শ্রেণী শিখন সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে মেদিনীপুর তথা বাংলাকে গর্বিত করেছেন শতাব্দী প্রাচীন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড.বিবেকানন্দ চক্রবর্তী।রবিবার তাঁকে ঘরোয়া ভাবে সম্মাননা জানানো হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।
এদিন সন্ধ্যায় ড.চক্রবর্তীর বাসভবন সংলগ্ন গ্রন্থাগারে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে চারাগাছ তুলে দিয়ে সম্মাননা জানান।সংস্থার পক্ষে শিক্ষক তথা সমাজকর্মীদের একটি প্রতিনিধি দল ড.চক্রবর্তীকে সম্মাননা জানান।কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন স্নেহাশীষ চৌধুরী,সুদীপ কুমার খাঁড়া,সুভাষ জানা,মণিকাঞ্চন রায় প্রমুখ। পাশাপাশি এদিন বিবেকানন্দবাবু কুইজ কেন্দ্রের মাসিক পত্রিকা ‘কুইজ দর্পণ’ এর নভেম্বর সংখ্যার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।পত্রিকাটি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে পাওয়া যাবে।কুইজ কেন্দ্রের পক্ষে স্নেহাশীষ চৌধুরী,সুভাষ জানারা জানান , ড.বিবেকানন্দ চক্রবর্তীকে সম্মানিত করতে পেরে তাঁরা গর্বিত।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই বিদ্যুৎ মন্ত্রীর জরুরী বৈঠক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584