পরিবেশ দিবস উপলক্ষে কুইজ কেন্দ্রের কর্মসূচি দুই মেদিনীপুরে

0
254

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Program of quiz center at medinipur
কাঁথিতে চারাগাছ রোপণ।নিজস্ব চিত্র

যথাযথ কর্মসূচিতে পরিবেশ দিবস পালিত হল মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে।দুই মেদিনীপুর জুড়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবসে নানা কর্মসূচি অনুষ্ঠিত হল মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে।

Program of quiz center at medinipur
মেদিনীপুর শহরে সাফাই অভিযান।নিজস্ব চিত্র

এদিন সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক অফিসের সামনে থেকে কলেজ-কলিজিয়েট মাঠ পর্যন্ত চললো সাফাই অভিযান। রাস্তার দুধারে ছড়ানো হয় ব্লিচিং পাউডার।

Program of quiz center at medinipur
মেদিনীপুর কলিজিয়েট স্কুলের মাঠের ধারে চারাগাছ রোপণ।নিজস্ব চিত্র

পাশাপাশি পোস্টার,হ‍্যান্ডবিল ও মাইক প্রচারের মধ্য দিয়ে দেওয়া হলো পরিবেশ সচেতনতার বার্তা। কোদাল ,ঝাড়ু,বস্তা হাতে রাস্তায় নামলেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস‍্যারা। সামিল হয়েছিল কুইজ কেন্দ্র পরিবারের কচিকাঁচারাও। সাফাই অভিযানের শেষে মেদিনীপুর কলিজিয়েট স্কুলের মাঠের প্রাচীর সংলগ্ন এলাকায় বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। পাশাপাশি সন্ধ্যায় পরিবেশ বিষয়ক জমাটি অডিও ভিসুয়াল স্পট কুইজ অনুষ্ঠিত হয় মেদিনীপুর কলেজ মাঠে। কলেজ মাঠে বেড়াতে আসা জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক হ‍্যান্ডবিল বিলি করা হয়।কর্মসূচি গুলোতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, গৌতম বোস, প্রসূন পড়িয়া, অমিতেশ চৌধুরী, আল্পনা দেবনাথ বোস,দুর্গাপদ মাসান্ত, রোশেনারা খাঁন,সুভাষ জানা, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়, শান্তনু ঘোষ, সৌনক সাহু, প্রিয়াঙ্কা মাইতি, মৃন্ময়ী খাঁড়া, সুতপা বসু সুদীপ কুমার খাঁড়া, স্বর্ণলতা বেরা,অরুণাংশু পড়িয়া,সাগরময় ঘোষ ,অন্তরা বসু জানা সহ অন্যান্যরা। কিছু সময়ের জন্য এই কর্মসূচিতে উপস্থিত থেকে কুইজ কেন্দ্রের স্বেচ্ছাসেবক দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী, হেল্পিংহ‍্যান্ডের কর্ণধার বিশ্বনাথ দিকপতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Program of quiz center at medinipur
মেছেদায় আলোচনা সভা।নিজস্ব চিত্র

এদিনের কর্মসূচিতে জাতিপুঞ্জের এবারের থিম “বায়ুদূষণ” রোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারাভিযান চালানো হয়। পাশাপাশি এদিন কুইজ কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি ও মেছেদাতে পালিত হয় পরিবেশ দিবস।

Program of quiz center at medinipur
মেদিনীপুর শহরে সচেতনতা অভিযান।নিজস্ব চিত্র

এদিন কাঁথি রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত পরিবেশ রক্ষা ও পরিবেশ সচেতনতা মূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে অন্তর্গত ছিল বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ রোপন , প্লাস্টিক ও পলিথিন সাফাই অভিযান , স্থানীয় বিভিন্ন বাড়িতে গিয়ে এবং স্টেশন চত্বরে মানুষের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার অভিযান ও লিফলেট বিলি এবং সবশেষে পরিবেশ সংক্রান্ত স্পট কুইজ “কুইজ কর্ণার “। কাঁথির এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে হাজির ছিলেন সুবিমল চন্দ,পল্লব দাস,বিশ্বজিৎ পাত্র , অমৃতরাজ রায়,সোমনাথ ঘোড়াই এ্যাসোসিয়েট সদস্য হিসাবে হাজির ছিলেন তারাশঙ্কর রায় মহাপাত্র , অঞ্জুশ্রী ঘোড়াই,সুমন জানা , শুভম মাইতি,শেফালী রানা , সায়নী কোলে সহ কিডস কুইজ কেয়ারের বহু অভিভাবক- অভিভাবিকা ও খুদে শিক্ষার্থী বন্ধুরা।কাঁথির অপর এক সংগঠন সেঁজুতির সমস্ত সদস্য সদস্যাবৃন্দ সহযোগী হয়েছিলেন এই কর্মকাণ্ডে।বিশেষভাবে উল্লেখ্য,যে সমস্ত গাছের চারাগুলো লাগানো হয় তার বেশির ভাগই বিভিন্ন উৎসাহী ও শুভাকাঙ্ক্ষী মানুষজন ও সংগঠনের সদস্যবৃন্দ রক্ষণাবেক্ষণের জন্য দত্তক নিয়ে নেন।সবমিলিয়ে দারুন সফলভাবে অনুষ্ঠিত হলো পুরো কার্যক্রমটি।

Program of quiz center at medinipur
কাঁথিতে কুইজ।নিজস্ব চিত্র

অন‍্যদিকে এদিন সন্ধ্যায় প্রবল বর্ষণের মাঝে মেছেদার বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষা লয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ বিষয়ক আলোচনা ও কুইজ।
এখানে স্লাইড শোর মাধ‍্যমে কৃষপ্রসাদ ঘড়া ও বক্তব্যের মাধ্যমে ড. মৌসম মজুমদার পরিবেশ সচেতনতার বার্তা এখানেও অনুষ্ঠিত হয় অডিও ভিসুয়াল কুইজ।মেছেদার কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা,আলোক গাঁতাইত, শুভ্রজ্যোতি মুখার্জি, অরুণ সাউ, গৌতম নন্দ, জয়দেব মন্ডল, শুভময় মুলা, সুখেন নায়েক,অমল মাইতি, কালিচরণ দাস, ভার্গব জানা, নিখিলেশ সামন্ত প্রমুখ।

আরও পড়ুনঃ কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা

Program of quiz center at medinipur
মেছেদায় কুইজের পুরস্কার বিতরণ।নিজস্ব চিত্র

বিভিন্ন পয়েন্টে কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সংগঠনের সমস্ত সদস্য-সদস‍্যা ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here