নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সিএএ-এনআরসি’র বিরুদ্ধে রাজ্যব্যাপী একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই উদ্দেশ্যে মাইনরিটি সেলের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল।
এদিন সভায় দলের বিভিন্ন কর্মসূচি এবং নানারকম সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাইনরিটি সেলের ডোমকল বিধানসভার সদস্য আব্দুস সাত্তার সাহেব বলেন, সরকারি পক্ষ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের যাবতীয় সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখা হবে। সেইসাথে তিনি যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
তিনি কর্মীদের আরও জানান, মুখ্যমন্ত্রীর মা-মাটি-মানুষ প্রকল্পের মূল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ প্রাথমিক স্তর থেকেই বাড়িয়ে তুলতে হবে।
ডোমকল বিধানসভার মাইনরিটি সেলের আব্দুস সাত্তার মহাশয়ের সাথে সভায় এদিন উপস্থিত ছিলেন ডোমকল টাউন মাইনরিটি সেলের সহ-সভাপতি আলি হোসেন মহাশয়, ডোমকল টাউন মাইনরটি সেলের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584