কাটোয়ায় তপশিলী জাতি উপজাতিদের শংসাপত্র প্রদান শিবিরের আয়োজন

0
67

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের উদ্যোগে তপশিলী জাতি, তপশিলী উপজাতি,অন্যান্য অনগ্ৰস শ্রেণীর শংসাপত্রের জন্য বিশেষ শিবির অনুষ্ঠিত হলো জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের কার্যালয়ে। শিবির উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের Insp. B.C.W. অনিকেত গোস্বামী, কাটোয়া ২নং ব্লকের Add.Insp.B.C.W. মদনচন্দ্র দাস, কাটোয়া ২নং ব্লকের UDA(RD)শম্ভুকালী বিশ্বাস, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ।জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের পরিসেবা পৌঁছে দিতে তপশিলী জাতি, তপশিলী উপজাতি, অন্যান্য অনগ্ৰসর শ্রেণীর শংসাপত্রের জন্য বিশেষ শিবির অনুষ্ঠিত হলো জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতে।প্রধান জানান প্রায় ১৫০-২০০জন ছাত্র-ছাত্রীরা এই শিবিরে উপস্থিত হয়ে শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা দিয়েছে এবং দুইজন কৃষি পেনশন উপভোক্তাও শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।এইধরনের উদ্যোগে সকলেই সাধুবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here