রোকেয়া স্মরণে বহ্নিশিখা

0
122

নিজস্ব সংবাদদাতা , কলকাতাঃ

মুসলিম নারীশিক্ষা ও নারী ক্ষমতায়নের প্রথিকৃৎ মহীয়সী বেগম রোকেয়া-র ১৩৭ তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান- “বহ্নিশিখা”-য় চাঁদের হাটের সমাগম হয় গতকাল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। “ওরিয়েন্টাল মিডিয়া ফোরাম” নামক একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রোকেয়া স্মরণ অনুষ্ঠান সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে বিকেল ৪.০০ টা থেকে অনুষ্ঠানের শুরু হয় । 

নজরুল সংগীত পরিবেশন করে সোমঋতা মল্লিকের সঙ্গীত গোষ্ঠী “ ছায়ানট”। কালকের অনুষ্ঠানের বিশেষ দিক হল মুসলিম নারী সমাজের আগামী দিনের অনুপ্রেরণা মুহতারমা মুশরেফা হোসেনের উপস্থিতি । ওরিয়েন্টাল মিডিয়া ফোরাম তাঁকে ‘রোকেয়া স্মারক সম্মান‘ প্রদান করে । তিনি বর্তমানে জি.ডি. হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট এর সি.ই.ও। অনুষ্ঠানের একটি পর্বে জনাবা মুশরেফা হোসেন ‘ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রনই আমাদের পথ‘ শীর্ষক বক্তৃতা দেন। যেখানে তিনি বলেন, একজন মুসলিম নারী কীভাবে ধর্ম ও আধুনিকতার মিশ্রনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নানান দিক তুলে ধরেন।

এছাড়াও রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কিত আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক আবদুর রাউফ, প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।
সংগীত পরিবেশন করেন আনজুম মুনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (কার্যকরী) তথা রেজিস্ট্রার ।তিনিও তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে রোকেয়ার জীবন চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানের এক বিশেষ পর্বে চিত্র নির্মাতা মুজিবর রহমান পরিচালিত রোকেয়ার উপর নির্মিত তথ্যচিত্র ‘রোকেয়া – আলোকের দূতি’ এর প্রদর্শনীরও হয়। সমাজের বিভিন্ন গুনিজনের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here