নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গুটকা বন্ধের বিরুদ্ধে অভিযানে নামলো জেলা প্রশাসন। শুক্রবার ফালাকাটার সমস্ত দোকানে তল্লাশি চালালো জেলা প্রশাসন। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে গুটকা বিক্রির করছে যারা তাদের সেই সকল নিষিদ্ধ গুটকা বাজেয়াপ্ত করে সেগুলি নষ্ট করে দেয় ও দোকানে প্রকাশ্যে গুটকা বিক্রি করার অপরাধে জরিমানা করা হয় এবং প্রকাশে ধূমপান কারীদেরও জরিমানা করা হয়।
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর, ফালাকাটা ব্লক প্রশাসন ও ফালাকাটা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গুটকা বিরোধী অভিযান চালানো হয় এদিন।
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক সঞ্জীব কুমার সরকার বলেন, “আজ শহরের সমস্ত দোকানে অভিযান করে গুটকা বাজেয়াপ্ত করা হলো এবং প্রথম অবস্থায় গুটকা বিক্রির অপরাধে আর্থিক জরিমানা করে সাবধান করা হলো এবং প্রকাশ্যে ধূমপান কারীদেরও জরিমানা করা হলো। বাজেয়াপ্ত করা গুটকাগুলোকে নষ্ট করে ফেলা হলো। এই অভিযান নিয়মিত চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584