বিক্ষোভের মুখে কাটমানির ভাগের টাকা ফেরতের প্রতিশ্রুতি

0
139

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গ্রামবাসীদের টাকা ফেরত ।নিজস্ব চিত্র

গত রবিবার একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে ধর্মতলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘যেখানে কাট মানি নিয়ে বিজেপি আন্দোলন করছে আমরা এবার পাল্টা আন্দোলন করবো’।কাটমানির পরিবর্তে বিজেপি নেতাদের কাছ থেকে এবার শুরু হবে ব্ল্যাক মানি উদ্ধার।তার কর্মসূচিও তৈরি হবে আগামী ২৯ তারিখের পর থেকে।

দিলবার সাহা,তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর দেওয়া এই হুমকির পরেও কাটমানি আন্দোলন বন্ধ হয়নি।তারই প্রমাণ দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনি এলাকায়।

নিজস্ব চিত্র

কাটমানি নেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনি এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলবার সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।পরে এলাকাবাসীদের সামনে তিনি কাটমানি নিয়েছেন বলেও স্বীকার করেন এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ।

আরও পড়ুনঃ কাটমানি তদন্ত সাপেক্ষ, জনতার দরবারে এসে বললেন রশ্মি

ঘটনাস্থলে পুলিশ।নিজস্ব চিত্র

দিলবার সাহার দাবি তিনি একা সমস্ত টাকা নেননি এর সঙ্গে আরো এলাকার কিছু তৃণমূল নেতৃত্ব জড়িত রয়েছে ।তিনি তাদের নাম প্রকাশ করেন।তিনি গ্রামবাসীদের কাছে জানান কাটমানির যেটুকু অংশ তার ভাগের তিনি পেয়েছিলেন তা তিনি ফেরত দিলেন।

১০০ দিনের কাজের টাকা, বাড়ি তৈরির কিছু টাকা গ্রামবাসীরা যেটা পেতেন সেই টাকা গুলিকে কাটমানি হিসাবে তিনি যে নিয়েছিলেন তা নিজের মুখে স্বীকার করলেন এদিন।

কাটমানি আদায়ের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।এলাকাবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে।

পরে পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসীদের সাথে কথা বলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। গতকাল একুশে জুলাই এর সভায় মমতা ব্যানার্জির ঘোষণার পরেও কাট মানির ইস্যু যে তৃণমূল নেতাদের পিছু ছাড়ছে না তা আরেকবার স্পষ্ট ভাবে প্রমাণ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here