বন্ধ স্কুল, পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ পরবর্তী ক্লাসে

0
40

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ পরবর্তী ক্লাসে। লকডাউন এর জেরে এমন এক বড়সড় সিদ্ধান্ত নিল ছত্রিশগড় সরকার। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সিদ্ধান্ত নিয়েছেন প্রথম শ্রেণী থেকে নবম ও একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের বাৎসরিক ফাইনাল পরীক্ষা না নিয়েই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।

promoted to next class | newsfront.co
ছবিঃ প্রতীকী

সারা দেশজুড়ে লকডাউন চলছে। একইভাবে গত ১৯ শে মার্চ থেকে ছত্রিশগড় রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে চলছে লকডাউন। বন্ধ রয়েছে স্কুল। দৈনন্দিন রুটিন মাফিক পড়াশোনার থেকে অনেকটাই দূরে চলে গেছে ছাত্রছাত্রীরা । এর জেরে চিন্তায় রয়েছে বহু শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই।

করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন তাতে কম করে এখনও দুই মাস সামাজিক দূরত্ব রেখে সচেতনতা মেনে চলতে হবে ভারতকে। যদিও কেন্দ্র সরকার এক বিবৃতিতে জানিয়েছে এখনই ১৪ ই এপ্রিল এর পরে লকডাউন থাকবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ দেশেই চরম অভাব,সার্বিয়ায় করোনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম পাঠাল ভারত

তবে ছত্রিশগড় সরকারের এই সিদ্ধান্ত দেশের অন্যান্য রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কতটা অনুসরণযোগ্য হয় তা এখন লক্ষ্য রাখার বিষয়। তবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের মনে পরীক্ষা এবং স্বাভাবিক স্কুল শুরু হওয়া নিয়ে যে বিভ্রান্তি ছিল এই সিদ্ধান্তের জেরে তা খানিকটা হলেও প্রশমিত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here