নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভায় পঞ্চায়েত পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ আইন,শিশু সুরক্ষা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য নিয়ে আলোচনা এবং সচেতনতার প্রচার করছে চাইল্ড ইন নীড ইনস্টিটিউট সিনি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতর,গ্রাম সংসদ সভায়।
সংসদ এলাকায় কোন বাল্যবিবাহ না হয়,কোন শিশুর অধিকার খর্ব না হয় এছাড়াও শিশু ও কিশোর কিশোরীদের জন্য সংসদ সভায় আলোচনা করা পরিকল্পনায় অন্যান্য বিষয়ের সঙ্গে অর্ন্তভুক্তি করা।বহরমপুর ব্লকের রাধারঘাট -১ গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভায় সিনির ব্লক সুপারভাইজার ইদ্রিশ আলি উপস্থিত শিশু সুরক্ষা এবং শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ইদ্রিশ আলি তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনাতে বড়দের সঙ্গে শিশু অধিকার ও সুরক্ষার জন্য পরিকল্পনা কিভাবে রাখা যাবে তা আলোচনা করেন। ম্যাজিক খেলা দেখানোর মাধ্যমে বাল্যবিবাহ ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করা হয়।
উক্ত সংসদ সভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য,সদস্যা ও আধিকারিকগন, কিশোর কিশোরী, স্বনির্ভর দলের সদস্যাগন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।পরিশেষে গ্রাম সংসদের পরিকল্পনা জমা দেন। এ বিষয়ে সিনির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জয়ন্ত চৌধুরী বলেন, শিশু বান্ধব সমাজ গঠনের ক্ষেত্রে সংসদ পরিকল্পনাতে শিশুদের জন্য পরিকল্পনা করা প্রয়োজন,আগামীতে আরও শিশুদের ভালোর জন্য কাজ করতে এই পরিকল্পনা সাহায্যে করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584