নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের আন্দোলনের ব্যাপক প্রচার চালাতে আলিপুরদুয়ারে ট্যাবলো যাত্রা শুরু করল কংগ্রেস। আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত ট্যাবলো শনিবার ফালাকাটার উদ্দেশ্যে যাত্রা করে। গোটা জেলা ঘুরে জেলার বিভিন্ন জায়গায় জাতীয় কংগ্রেস দলের প্রচার চালাবে এই ট্যাবলো। জেলা ঘুরে ২৭ ডিসেম্বর এই ট্যাবলো আবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে ফিরবে।তার পরের দিন ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেস কার্যালয়ে রক্তদান শিবির সহ নানান অনুষ্ঠান করবে কংগ্রেস।সেই অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রস্তরের কংগ্রেস নেতারা উপস্থিত থাকবে। ফালাকাটা বীরপাড়া মাদারিহাট কালচিনি ও কুমারগ্রাম হয়ে এই ট্যাবলো আলিপুরদুয়ারে ফিরবে।আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন সরকার বলেন, “ কংগ্রেস দল ১৩৪ বছরের দল। স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের কার্যকলাপ অনেকেরই জানা।এই দলই দেশের সাধারন মানুষের দল। সেই কারনে দলের শক্তি বৃদ্ধির জন্য এই প্রচার অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাঁওতালি ভাষা দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584