নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃমহিলা যাত্রীরা যাতে সুরক্ষিত ভাবে রেলে সফর করতে পারে সেই কারনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর তরফ থেকে সচেতনতার প্রচার চালানো হয় এদিন বালুর ঘাট স্টেশনে।
মহিলারা ট্রেনে সুরক্ষিত সফর করতে কি কি বিষয়ে সচেতন থাকবে তা প্রচার করার সঙ্গে সঙ্গে কোন অসুবিধায় পড়লে আর পি এফের টোল ফ্রি নম্বর ১৮২ তে ফোন করে সাহায্য গ্রহন করতে পারে এবং এই কারনে তারা টোল ফ্রি নম্বরটি বিলি করে স্টেশনে যাত্রী সাধারণকে।
আর পি এফের তরফ থেকে এই সুরক্ষার প্রচার ও সাহায্যের আশ্বাসে খুশি মহিলা যাত্রীরা।বিশেষ করে রাত্রিকালীন কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস এবং বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে মহিলাযাত্রীদের সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই আশ্বস্থ বলে মনে করছেন যাত্রীরা।আর পি এফের পক্ষ থেকে জানানো হয়েছে যে,এই সচেতনতা শিবির দুই দিন ধরে চলবে যাতে সুরক্ষার প্রশ্নে সচেতন যাত্রীরা নিরাপদে ট্রেনে ভ্রমণ করতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584