সুদীপ পাল,বর্ধমানঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমস্ত দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এলাকায় জনসংযোগ বাড়াতে হবে। একইসাথে ‘দিদিকে বলো’ নামে যে কর্মসূচি গ্রহণ করেছেন তারও প্রচার করতে হবে। পশ্চিম বর্ধমানের নেতাকর্মীরা কর্মসূচিকে সফল করতে এবং জনসংযোগ বাড়াতে এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছেন।
সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা বর্ণনা করা এবং এলাকার মানুষদের অভাব-অভিযোগ শোনা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।
পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির পর এবার ‘দিদিকে বলো’র কর্মসূচীর প্রচারে নামলেন পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান ভি শিবদাসন দাশু। ইতিমধ্যে আসানসোলের জেলা তৃণমূল ভবনে বৈঠক করে দলের এই জনসংযোগ কর্মসূচীর প্রচার কিভাবে হবে তার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়-সহ অন্যান্য নেতা কর্মীরা। জেলার প্রত্যেক বিধায়ক তাঁর এলাকার একটি গ্রাম বেছে নিয়ে সেই গ্রামে ২৪ ঘণ্টা কাটাবেন।
আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘিরে জনসংযোগে মন জ্যোতির
এলাকার মানুষের সমস্যা, মতামত শুনবেন বলে ঠিক হয়েছে। যে অঞ্চলে দলের বিধায়ক নেই সেখানে গত বিধানসভায় যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁরা যাবেন বলে ঠিক হয়।
বিজেপির নেতাকর্মীরা বলছেন, পায়ের তলায় মাটি নেই দেখেই এই সব করতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584