নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অঙ্গদান ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে মহারাষ্ট্রের পুনের থেকে বাইক নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন ৬৮ বছরের বৃদ্ধ প্রমোদ লক্ষণ মহাজন।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে পৌঁছে প্রমোদ বাবু বলেন, তিনি নিজে একটি কিডনি দান করেছেন। ভারত অর্গান যাত্রার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক নাম রিবার্থ। তিনি চান একজন মানুষ এই রিবার্থ কর্মসূচিতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে যুক্ত করুন।
আরও পড়ুনঃ জলস্তর কমছে, সংকট বাড়ছে দুর্গাপুরে
তিনি বলেন, একজন ব্যক্তি তার অঙ্গদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করতে পারে। চলতি বছরের ১৮ জানুয়ারি পুনে থেকে শুরু করে গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গতে পৌঁছেছেন। ১২৫ দিনে সাড়ে সতেরো হাজার কিলোমিটার এবং ১৫ কোটি মানুষের সঙ্গে সংযোগ করবেন বলে জানান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584