নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
একদিকে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বর্তমান শাসক দল থেকে শুরু করে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। ঠিক তার উল্টো দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই আইনকে সমর্থন করছেন। সেই লক্ষ্যেই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে কোলাঘাট এলাকায় একাধিক দাবিদাবা নিয়ে মিছিল করল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন।
এই দিন এই মিছিলে কয়েক শ’ বিজেপি কর্মী সমর্থক পা মেলায়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি ট্রেড ইউনিয়নের সভাপতি ইউসুব আলী জানান গত বৃহস্পতিবার কোলাঘাট এলাকায় এসিয়ার বৃহত্তম থার্মাল কোম্পানির জন্য এলাকার বিভিন্ন চাষিদের কাছে জমি নিয়ে ছিল। আর এই কোম্পানি হলে এলাকার বেকার যুবকরা কর্মসংস্থান হতো কিন্তু বর্তমান শাসক দলের নেতাকর্মীরা নিজেদের পকেট ভরানোর লক্ষ্যে হামলা চালিয়েছিল। আর এই ঘটনায় বিজেপির জেলা সভাপতিও তীব্র নিন্দা করেছিলেন।
ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত যেসব দুষ্কৃতী রয়েছে তাদের গ্রেফতার করা হোক এমনই মন্তব্য করেন বিজেপির জেলা ট্রেড ইউনিয়নের নেতা ইউসুব আলী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584