মনিরুল হক, কোচবিহারঃ
সম্পত্তির অধিকার চেয়ে পরিবার নিয়ে ধরনায় বসল পবিত্র চৌধুরী নামে এক ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এলাকায়।
পবিত্রবাবুর দাবী, তাঁকে তার কাকা ভুল বুঝিয়ে একটি কাগজে টিপসহ দিতে হবে বলে এবং সে কাকার কথা মতো সেখানে সই করে দেয়। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে তার কাকা ষড়যন্ত্র করে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে।
এই অবস্থায় সম্পত্তির অধিকারের দাবী নিয়ে সে রীতিমতো ফেক্স ছাপিয়ে ধরনায় বসে। ধরনা আন্দোলনরত ওই ব্যক্তি জানান এটা তার ঠাকুরদাদার সম্পত্তি কিন্তু বর্তমানে তিনি কোচবিহারের ভেলাকোপায় থাকেন। তবে তার কাকা তাঁকে ঠকিয়ে তার সম্পত্তি অবৈধভাবে ভোগ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিন ধরনা আন্দোলনরত পবিত্রবাবু জানান, আমি শিক্ষিত না হওয়ায় আমার কাকা আমাকে ভুল বুঝিয়ে এই স্বাক্ষর করিয়ে নেন এবং আমাকে বলে এই সম্পত্তির অর্ধেক অংশ আমি পাব তার জন্য টিপসই দিতে হবে।
সেদিন কাকা আমাকে বাড়িতে ইলিশ মাছ দিয়ে ভাতও খাইয়েছিল বলে তার দাবী। কিন্তু এখন আমার কাকা ষড়যন্ত্র করে আমার সম্পূর্ণ সম্পত্তি সে নিজেই ভোগ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃঅন্ধ স্বামী-সহ দুই সন্তানের ভরসা টোটো চালিকা রীনা দাস
এদিকে এই ঘটনা দেখতে ভিড় জমান এলাকার স্থানীয়রা। খবর পেয়ে সেখানে আসে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584