নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার ওয়েবে ইন্ডাস্ট্রির বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে অবশ্য বড় পর্দার জন্য নির্মিত ছবি ‘নিরন্তর’ লকডাউনের কবলে কবলিত হয়ে এসেছে জি বাংলা ও জি বাংলা এইচ ডি-তে। তবে, ওয়েব সিরিজে এই প্রথম তিনি।
প্রসঙ্গত, প্যান্ডেমিকে বহু অভিনেতা ও পরিচালকেরই ওয়েবে অভিষেক ঘটেছে। এবার বুম্বা দা। বলতে দ্বিধা নেই, ডিজিটালই হল ভবিষ্যৎ। ফলে, সেই পথে হাঁটাই শ্রেয় তা বুঝে গিয়েছে সচেতন, প্রযুক্তিনির্ভর মানবকূল।
তা কার সঙ্গে ওটিটি-তে জুটি বাঁধছেন প্রসেনজিৎ? সূত্রের খবর বলছে বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে জুটি বাঁধবেন টলিউডের সুপারস্টার। জানা গিয়েছে ফিল্মি দুনিয়ার অন্দরের খবর কেন্দ্রে রেখে এই ছবি বানাচ্ছেন ‘স্যাক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে।
‘স্টারডাস্ট’ শিরোনামের এই ওয়েব সিরিজটিতে চল্লিশের দশক থেকে শুরু হবে গল্প।
অদিতি অভাবনীয় নজর কেড়েছিলেন ‘পদাম্বত’ ছবিতে। এবার টলিউডের সুপারস্টারের সঙ্গে তাঁর কেমেস্ট্রি কেমন জমে সেটাই দেখার। বলিউডের স্টার অপারশক্তি খুরানা ছাড়াও এই ছবিতে বেশ কয়েকজন টলিউডের অভিনেতাকেও দেখা যাবে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মুক্তির পথে তামিল ছবির হিন্দি ভার্সন
যতদূর জানা যায়, প্যান্ডেমিকের আগেই এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিস্থিতি সঙ্গ দিলে এই বছরের মার্চ বা এপ্রিল মাসেই শুরু হবে ‘স্টারডাস্ট’-এর শুটিং। তবে, কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি আসছে তা জানা যায়নি এখনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584