নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ছবির বিষয় ঋণ। ঋণের মতো এক বিষয়কে কেন্দ্রে রেখেই মনস্তত্ত্বের নানা দিক তুলে ধরতে চলেছেন পরিচালক অতনু ঘোষ। ছবির নাম ‘শেষ পাতা’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্যকে।
‘ময়ূরাক্ষী’ ও ‘রবিবার’-এর পরে ফের অতনুর সঙ্গে কাজ করতে চলেছেন টলিবাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের সঙ্গে তাঁর এটি তৃতীয় ছবি। ‘শেষ পাতা’র গল্পে প্রসেনজিৎ বাল্মীকি নামে এক লেখকের চরিত্রে। যার এক সময়ে বেশ খ্যাতি ছিল। তার জীবনে ঘটে চলে নানা ধরনের সব ঘটনা। কী সেই ঘটনা তা জানা যায়নি।
সূত্রের খবর, এই মুহূর্তে মুম্বইতে আছেন অভিনেতা। সেখানে কাজের ফাঁকেই নিচ্ছেন নতুন ছবির প্রস্তুতি।
ছবিতে মেধার চরিত্রে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। এই ছবিতে নিজের কণ্ঠে গান গাইবেন তিনি, এমনই খবর।
আরও পড়ুনঃ টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা-পরমব্রত
অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায়। এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শৌনক। গোটা সংসারের দায়িত্ব তার কাঁধে। শৌনকের চরিত্রেই বিক্রম। দীপার সঙ্গে শৌনকের প্রেম। ছবিতে দীপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাট্যমঞ্চের পরিচিত মুখ রায়তী ভট্টাচার্যকে। রায়তি বড় পর্দা এবং ছোটপর্দাতেও কাজ করছেন অবশ্য।
আরও পড়ুনঃ বাস্তবেও তদন্তকারী হলেন ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত অনুপ সোনি
ছবির প্রযোজনায় ফিরদৌসুল হাসান। অতনু ঘোষের সঙ্গে তাঁর এটি চতুর্থ কাজ। সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। শুটিং হওয়ার কথা কলকাতা, শ্রীরামপুর, শান্তিপুরে। রেকি চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584