লকডাউনে গল্প লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাঁধা হচ্ছে চিত্রনাট্য

0
201

নবনীতা দত্তগুপ্ত, নিউজ ফ্রন্টঃ

লকডাউনে অখণ্ড অবসর হেলায় নষ্ট করলেন না ইন্ডাস্ট্রির মিস্টার পারফেকশনিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ লিখে ফেললেন একটি গল্প। গল্পটিকে সিনেমায় রূপ দেওয়ার পরিকল্পনা আছে টলি বাদশার। তাই গল্পটির চিত্রনাট্য লেখার দায়িত্বও দিয়ে ফেলেছেন পদ্মনাভ দাশগুপ্তর উপর।এক প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশুর চরিত্র নিয়ে সম্পর্কের গল্প বেঁধেছেন তিনি। শিশু এবং সেই প্রাপ্তবয়স্ক মানুষটির মধ্যেকার সম্পর্ক কী তা জানা যায়নি। বলা ভাল সেটা চমক হিসেবেই থাক।

bumba da newsfront.co
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সূত্রের খবর, প্রাপ্ত বয়স্কের ভূমিকায় সম্ভবত তিনি নিজেই অভিনয় করবেন। নিজের লেখা গল্প নিয়ে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। করোনার দাপট কমে এলে আগামী মাস থেকেই সিনেমার শ্যুটিং শুরু হবে।

আরও পড়ুনঃ মা-ছেলের লড়াইয়ের গল্প বলে ‘গৌরচন্দ্রিকা’

সূত্রের খবর, টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে নারী চরিত্রে। তিনি নাকি সম্প্রতি মা হয়েছেন। কে হতে পারেন তিনি? শুভশ্রী? নাকি কোনও টেলি অভিনেত্রী? জানা যায়নি এখনও। আভাসও নেই তেমন কোনও।ছবির কাহিনিকার হওয়ার পাশাপাশি ছবির প্রযোজনার দায়িত্বেও আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘এন আইডিয়াজ’।

আরও পড়ুনঃ কলাকুশলীদের লকডাউন পিরিয়ডে প্রাপ্ত পারিশ্রমিক ফেরত দিতে হবে প্রযোজকদেরঃ ফেডারেশন

বাচ্চাটির ভূমিকায় কাকে দেখা যাবে, তা এখনও ঠিক হয়নি বলেই খবর। ছবিটিতে প্রাপ্তবয়স্কের ভূমিকায় যদি সত্যিই ইন্ডাস্ট্রির বুম্বা দা অভিনয় করেন তবে সত্যিই তা তাঁর কেরিয়ারের মুকুটে আরও একটি নতুন পালক সংযোজন করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here