নিজস্ব সংবাদদাতা, বহরমপুর :বহরমপুর চালতিয়া বিলসহ জলাশয় গুলিকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে দাবি পৌঁছে দিতে আজ চালতিয়া বিলের ধার ধরে মানব বন্ধনের ডাক দিয়েছিল ‘জলাভূমি রক্ষা কমিটি -মুর্শিদাবাদ জেলা’।
প্রচার চালানো হয়েছিল এলাকায়।আজ সেই মানববন্ধন কর্মসূচিতে বহু মানুষ সামিল হয়েছিলেন।এলাকার মানুষ বিশেষতঃ মা বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।ছাত্রীরাও ভালো সংখ্যায় অংশ নিয়েছিল।দুইশতাধিক মানুষ হাতে হাত বেঁধে বিলের পাশে দাঁড়িয়ে বিল রক্ষার দাবিতে লড়াই এ এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করেন।বক্তব্য , গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।
সকাল দশটা থেকে এগারোটা জলাশয় বাঁচানোর দাবিতে এত মানুষের এই অঙ্গীকার গ্রহণ প্রশাসনের কাছে নিশ্চয়ই বার্তা পৌঁছে দিতে পারবে বলেই মনে করেন আয়োজকরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584