নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে বিদ্যুতের মাশুল হার কমানো সহ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত দাবিপত্র পেশ করলেন অগ্রগামী কিষান সভা।
বুধবার দিনহাটার বলরামপুর রোড থেকে অগ্রগামী কিষান সভার একটি মিছিল দিনহাটা শহর পরিক্রমা করার পর মহকুমা শাসক দপ্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে তাদের ৬ দফার দাবি সম্বলিত দাবিপত্র তুলে দেন।
আরও পড়ুনঃ বিহারের পূর্ণিয়ায় কানহাইয়ার ‘আজাদীর’ স্লোগানে ঠোঁট মেলাল অগণিত জনগণ
এদিনের বিক্ষোভ স্থলে বক্তব্য রাখেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক দীপক সরকার, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, মণীন্দ্র চন্দ্র রায়, শ্যামল ধর প্রমূখ।
সংগঠনের দাবিপত্রে উল্লেখ করা হয়েছে কৃষি পণ্যের লাভজনক দাম দিতে হবে এবং হাটে হাটে গিয়ে ধান ও পাট ক্রয়ের সরকারি ব্যবস্থা করতে হবে, বিদ্যুতের ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসের বিল মাসে নেওয়া, বিদ্যুৎ মাসুলের হার কমানো, ই নিঃশুল্ক বিদ্যুৎ সরবরাহ করা প্রভৃতি দাবি দাওয়া সম্বলিত দাবিপত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মন্ডলের হাতে তুলে দেন।
ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মন্ডল বলেন সংগঠনের দাবি গুলি পেয়েছি বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584