ভাস্কর ঘোষ, কান্দি
খানাখন্দে ভরা বেহাল রাস্তা।পিচের আস্তরণ উঠে গিয়ে খানা খন্দে রাস্তা যেন ছোট খাট ডোবার আকার নিয়েছে।দীর্ঘদিন ধরে কুলি থেকে নগর পর্যন্ত এই বারো কি মি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠছে শুধু তাই নয় পর্যবসিত হয়েছে মৃত্যু ফাঁদে। অতিষ্ঠ সাধারণ মানুষ ওই রাস্তার দ্রুত মেরামতির দাবীতে সোমবার সকালে মুর্শিদাবাদের কুলি – নগর বাদসাহি সড়কের কুলি মোড়ে রাস্তা অবরোধ করে। অবরোধের খবর পেয়ে স্থানীয় খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং প্রতিকারের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
জনৈক অবরোধ আন্দোলনকারী নিউজফ্রন্ট প্রতিবেদককে জানান যে, এবড়ো খেবড়ো পাথর বেরেনো খানা খন্দে ভর্তি রাস্তা মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে।এই রাস্তা দিয়েই প্রতিদিন ওভার লোডেড্ গাড়ি যাচ্ছে। প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামতি না হওয়ায় আজ অবরোধ করতে বাধ্য হয়েছি। পুলিশ প্রসাশনের পক্ষ থেকে রাস্তা মেরামতির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।জরুরী ভিত্তিতে প্রশাসন রাস্তা মেরামতি শুরু না করলে তাঁরা আরো বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে বলে তাঁরা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584