পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রামনবমীর পর ঠিক একই ভাবে জন্মাষ্টমিতেও চলছে গেরুয়া শিবিরের জয জযকার।জন্মাষ্টমীর একদিন আগে থেকেই গেরুয়া পতাকায় ঢেকে দেওয়া হলো নাটমন্দির প্রাঙ্গন।জন্মাষ্টমীর দিন দেখা গেল পুরো নাটমন্দির ঘিরে বিরাজমান গেরুয়া পতাকা।রামনবমীর মতো জন্মাষ্টমীতে এই গেরুয়া পতাকার জযজযকার দেখে সাধারণ মানুষের ধারণা রামনবমীর পর এখন তবে কি জন্মাষ্টমীতে ও গেরুয়া পতাকা বিরাজ করবে চারিদিকে।ধর্ম ও পূজোর নামে গেরুয়া শিবির কি বর্তমানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চলছে।নাকি আগামী দিনে গেরুয়া শিবির আসছে তার সংকেত দেওয়া হচ্ছে রামনবমী,জন্মাষ্টমীর মতো এক এক পূজো পার্বনে।এই ব্যাপারে সাধারণ মানুষের বক্তব্য জন্মাষ্টমীতে গেরুয়ার পতাকার মধ্যে দিয়ে বিজেপি কর্মীরা মানুষের ধর্ম ও আস্থা নিয়ে ছিনিমিনি খেলছে।কোন পূজো পার্বনে নিজেদের দলের পতকা দিয়ে চারিদিকে ঢেকে দেওয়ার তাৎপর্য কি?এই ব্যাপারে তৃণমূলের এক কর্মী পিন্টু মোদক জানান বিজেপি শিবির পূজো পার্বনের মাধ্যমে ভোটে জয়ী হবার চিন্তা ভাবনা করছে।তাই কখনো রামনবমী কখনো জন্মাষ্টমীতে নিজেদের গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তুলেছে চারিদিক।কিছুদিন পর দূর্গাপূজা ও কালিপূজা তেও দেখা যাবে পূজা মণ্ডপগুলি ও গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে।পুজো অনুষ্ঠান তবে কি বিজেপি কর্মীরা নিজেদের দখলে নিতে চাইছেন?একজন সাধারণ মানুষ জানান জন্মাষ্টমীতে অংশগ্রহণ করতে গেলে এবার থেকে গেরুয়া পতাকা নিয়ে মিছিল করতে হবে তবেই সেখানে থাকার অধিকার হয়ত পাবো।রামনবমীতে গেরুয়া পতাকা মানলেও জন্মাষ্টমীতে হঠাৎই গেরুয়া পতাকা নিয়ে মিছিল করাটা মানতে পারছি না।
আরো পড়ুনঃ মধ্যমগ্রামে প্রেস ক্লাবের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584