নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হোলির আগে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়ল আবগারি দফতর। শনিবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের টোল প্লাজা সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় আবগারি বিভাগ ও পুলিশ।

সেখানে থেকে প্রচুর পরিমানে বেআইনি চোলাইমদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করেন তাঁরা। এরপর খোয়ারডাঙ্গা শিলবাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আবগারি বিভাগ। তাঁদের দেখে স্থানীয়রা পাথর ছুঁড়ে মারতে থাকে।

এ ঘটনায় আবগারি বিভাগের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারায় গাড়ির কাঁচ ভেঙ্গে যায় । প্রায় ত্রিরিশ মিনিট তাঁদের দেখে বিক্ষোভ দেখান এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। এমনকি অস্ত্র নিয়েও পুলিশ ও আবগারি কর্মীদের আক্রমনের চেষ্টা করেন বিক্ষোভকারীরা বলে অভিযোগ।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কুমারগ্রাম ব্লকের বারবিশা লস্করপাড়া এলাকায় এই বেআইনি মদের বিরুদ্ধেই অভিযান চালাতে গিয়ে আবগারি বিভাগের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হন। সেই একই কারনে আরেকবার সরকারী কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দার সবর হয়েছে ওয়াকিবহাল মহল ।

শনিবার ওই অভিযানে নের্তৃত্ব দেন আবগারি বিভাগের ডেপুটি কালেক্টর সুমনা দে। এছড়াও উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ির ফাঁড়ির ওসি নয়ন দাস আবগারি বিভাগের বারবিশা সার্কেলের ওসি পিনাক তালুকদার সহ অন্যান্য পুলিশ ও আবগারিকর্মীরা ।
আরও পড়ুনঃ ছাত্র ৯৬ শিক্ষক ১, বেহাল শিক্ষা ব্যবস্থা
এরপর উত্তেজিত জনতার পরিস্থিতি সামাল দেন কামাখ্যাগুড়ির ফাঁড়ির ওসি নয়ন দাস । আবগারি বিভাগ সুত্রে জানা গিয়েছে, এদিনে কুমারগ্রাম ও শামুকতলা এই দুটি সার্কেলে পুলিশ ও এসএসবি সাথে যৌথ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি মদ নষ্ট করা হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584