মনিরুল হক, কোচবিহারঃ
নিউ কোচবিহার স্টেশনে গাড়ি চালকদের সাথে আরপিএফের দুর্ব্যবহারে প্রতিবাদে পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন চালকেরা। ওই গাড়ি চালকদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় স্টেশনের গেট থেকে একটি গাড়ি একজন অসুস্থ যাত্রীকে নিতে গেলে আরপিএফ ইনস্পেক্টর রবি কুমারের সাথে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাদের সাথে অব্যবহার এবং গালিগালাজ করে। এই ঘটনার প্রতিবাদে এদিন তাঁরা ওই ইন্সপেক্টরের বদলির দাবিতে ছোট গাড়ির পরিষেবা বন্ধ করে দেন গাড়ির চালকেরা। এদিনের এই বিক্ষোভের ঘটনায় চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা।
এবিষয়ে গাড়ি চালক প্রসেজিৎ দাম বলেন, এদিন আমাদের এক সহকর্মীকে আর পি এফ আধিকারিকরা অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর এরই প্রতিবাদে আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত যাত্রীদের পরিষেবা দিয়ে গেলেও বারবার আমরাই ওই আরপিএফ কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছি। তাই এরই প্রতিবাদে আজ আমরা এই বিক্ষোভ করছি। যতক্ষন পর্যন্ত এই ব্যবস্থার সুরাহা না হয় আমরা এই অবস্থান বিক্ষোভ জারি রাখব। এদিনের এই বিক্ষোভের জেরে বিপাকে পড়েন নিত্য যাত্রীরা। এদিন তাঁরা জানান, এই বিক্ষোভের ফলে আমরা কোন গাড়ি পাচ্ছি না। ফলে আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হচ্ছে।
অন্যদিকে এই প্রসঙ্গে আরপিএফের ইন্সপেক্টর রবিকুমার বলেন, আমরা এই সময়কালে লক্ষ্য করছি বেশিরভাগ গাড়ি স্টেশনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে যাত্রী তুলছে। আমি ওই চালকদের বোঝানোর চেষ্টা করলে সবাই বুঝলেও একজন চালক তা মানতে চাননি। চালক তা মানায় এরপরেই আমি কনস্টেবলকে বলি ওই চালকের গাড়িটি আটকে দিতে। এরপর ওই গাড়িচালক ক্ষেপে গিয়ে অন্য চালকদের নিয়ে বিক্ষোভে বসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584