জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বদল চেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কান্দি পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জির বাড়ির সামনে। শনিবার কান্দির শহরের ১১ নম্বর ওয়ার্ডের শিবরাম বাটি ষষ্ঠী তলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শতাধিক কর্মী সমর্থকেরা টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর হাজরাকে বহিষ্কার করে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সুরেশ দাসকে কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী না করা হলে আগামী পৌর নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন তারা।
আরও পড়ুনঃ কান্দি পৌরসভায় কোমর বেঁধে লড়াই করতে জোটের বার্তা বাম-কংগ্রেসের
কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী জানান, দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আগামী দিনে ওই এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের নিয়ে স্বাভাবিক ভাবেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হবে। সব মিলিয়ে টায়ার জ্বালিয়ে পৌর প্রশাসকের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় কার্যত অস্বস্তিতে কান্দির স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584