মনিরুল হক, কোচবিহারঃ
এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে পুলিশের দ্বারস্থ হল সাধারন মানুষ। কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের মাণ্টু দাস গুপ্ত পল্লী এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে কিছু দুষ্কৃতী এই অভিযোগে পুলিশের কাছে গণ স্বাক্ষরিত প্রতিবাদ পত্র দিল স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, গোটা এলাকাকে ভয় দেখিয়ে গুন্ডারাজ কায়ম করেছে ওই এলাকার কিছু যুবক।অবিলম্বে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্থানীয় বাসিন্দারা। এলাকার নাগরিকেরা একত্রিত হয়ে কোচবিহার কোতোয়ালি থানায় এই অভিযোগ দায়ের করে বুধবার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন কয়েকজন যুবক ওই এলাকায় সমাজবিরোধী কাজ করছে প্রতিবাদ করতে গেলেই বন্দুক নিয়ে চড়াও হচ্ছে।গোটা এলাকা এখন ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলার ও পুলিশকে একাধিক বার জানালেও সমাজ বিরোধী দৌরাত্ম কমেনি।
আরও পড়ুনঃ স্থানীয় তৃণমূল নেতাকে হত্যার প্রতিবাদে মিছিল
মঙ্গলবার গভীর রাতেও তারা গোলমাল পাকায়। এলাকার কিছু মানুষকে উদ্দ্যেশ্য করে তারা আক্রমণ করতে আসে এবং বন্দুক দেখিয়ে ভয় দেখায় একটি বাড়িতে হামলাও করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এর আগেও পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। ফের শান্তি ফেরানোর জন্য পুলিশের কাছে অভিযোগ জানান বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584