বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে উত্তাল খড়্গপুর কলেজ

0
201

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বর্ধিত ফিস প্রত্যাহারের দাবিতে উত্তাল হলো খড়্গপুর কলেজ। বাৎসরিক অনুষ্ঠানের মতো পরিবর্তনের জমানায় প্রতি বছর কলেজ পড়ুয়াদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে ফিস বাড়ানো হচ্ছে। কলেজ পরিচালন কমিটিতে সরকারী প্রতিনিধি হিসাবে তৃণমূলের মাতব্বরদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিনত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের সাথে এই রাজ্যেও তৃণমূল সরকার প্রতিযোগিতায় মেতেছে।

protest at Kharagpur College for demanding withdrawal of increased fees
নিজস্ব চিত্র

অন্যান্য কলেজ গুলিতে যখন বছরে কলা ও বানিজ্য বিভাগে বছরে ২২০০ টাকা, বিজ্ঞান বিভাগে ২৫০০ টাকা এবং বছরে পরীক্ষা ফিস ৬০০ টাকা নেওয়া হয়। যদিও বামফ্রন্ট সরকারের আমলে এই ফিজ যথাক্রমে ১০৮০ টাকা এবং ১৩২০ টাকা এবং পরীক্ষা ফিস ৩০০ টাকা ছিল। তার দ্বিগুন বেড়েছে এই জমানায়। এই বাড়ানোর পরও খড়্গপুর কলেজে সেমিস্টার পরীক্ষা সিস্টেম চালুর পর গত চার বছর ধরে প্রতিবছর ফিস বাড়ানোটাকে একটা বাৎসরিক রুটিনে পরিনত করা হয়েছে বলে ছাত্রদের অভিযোগ এবং সেই বর্ধিত ফিস প্রত্যাহারের দাবীতে কলেজে বিক্ষোভ সহ কলেজ গেট ঘেরাও করে অবস্থান চলে।

protest at Kharagpur College for demanding withdrawal of increased fees
বিক্ষোভ। নিজস্ব চিত্র

খড়্গপুর কলেজে প্রতি সেমিস্টারে কলা ও বানিজ্য বিভাগে ফিস বাড়িয়ে ৩৬১০ টাকা অর্থাৎ বছরে দুবার মিলিয়ে ৭২২০ টাকার ফিস-এর সাথে পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হচ্ছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে প্রতি সেমিস্টারে ৪২০০ টাকা অর্থাৎ বছরে ৮৪০০ টাকা সহ পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হয়।

কলেজ পরিচালন কমিটিতে এমন সিদ্ধান্ত করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও পেয়ে যায়। সরকার মনোনীত তৃণমূলের ঘনিষ্ঠ ব্যক্তি ও নেতাদের কলেজ পরিচালন কমিটিতে বসিয়ে এমন কাজ কর্ম চলছে। এখানে পরিচালন কমিটিতে তৃণমূলের নেতা, খড়্গপুর পৌরসভার পৌরপিতা, এই উপনির্বাচনে খড়্গপুর ক্ষেত্রের প্রার্থী প্রদীপ সরকার এবং সভাপতি হিসাবে রয়েছেন তৃণমূলের শিক্ষা সেলের নেতা অঞ্জন চাকী।

এসএফআই-এর নেতৃত্বে কলেজ পড়ুয়ারা এমন ফিস প্রত্যাহারের দাবীতে বিক্ষোভে সামিল হোন। কলেজ অধ্যক্ষর অফিস ঘিরে বিক্ষোভ চলাকালিন তৃণমূল ছাত্র পরিষদ, প্রতিবাদী ছাত্রদের উপর চড়াও হলে প্রতিবাদ ও প্রতিরোধে পিছু হঠে তারা। সেই সময় কলেজ গেটের সামনে এসএফআই-এর জেলা সভাপতি সৈয়দ সাদ্দাম আলিকে মারতে যায় তৃণমূল ছাত্র পরিষদ নামধারী তৃণমূলীরা। ছাত্ররা তা রুখে দিয়ে কলেজ গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়।
বুধবার কলেজে ধিক্কার দিবস পালন সহ বর্ধিত ফিস প্রত্যাহারের দাবি নিয়ে বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here