আনিসুর রহমান,কলকাতা,৯সেপ্টেম্বর:
মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাসঙ্গিকতা,মাদ্রাসা সার্ভিস কমিশনের অচলাবস্থার কারণ ও উত্তরণের উপায়,পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বর্তমান সমস্যা নিয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে বুদ্ধিজীবী সমাবেশ অনুষ্ঠিত হল আজ কলকাতার আ্যকাদেমি অফ ফাইন আর্টস এর সভাগৃহে। উপস্থিত বেশিরভাগ বুদ্ধিজীবিগণই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুরাবস্থার জন্য বর্তমান সরকারের উদাসীনতাকেই দায়ী করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড.মিরাতুন নাহার,বঙ্গীয় সংখ্যালঘু বৃদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা বেকার হস্টেলের ইমাম নিয়ামত হাবিবি,মানবাধিকার সংগঠন এ.পি.ডি.আর.-এর পক্ষে রণজিৎ সূর মহাশয়,
অল ইন্ডিয়া মজলিসে মুশাইরত এর রাজ্যের দ্বায়িত্বে থাকা আব্দুল আজিজ,প্রাক্তন সাংসদ তথা বর্ধমান রাজ কলেজের অধ্যাপক সেখ সাইদুল হক,সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান,স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনের শিক্ষাঙ্গন সম্পাদক রামিজ রাজা,মানবাধিকার সংগঠন এ.পি.সি.আর.-এর পক্ষে আব্দুস সামাদ, ইয়ুথস ইসলামিক আসোসিয়েশনের শিক্ষাঙ্গন সম্পাদক আবদুল্লাহ হোসেন, বিশিষ্ট সাংবাদিক চন্দ্রশেখর ভট্টাচার্য, সমাজকর্মী পার্থ সেনগুপ্ত,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুরঞ্জন মিদ্দা,আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মুখলেসুর রহমান,দেওয়ান আবদুল গনি কলেজের অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল সহ বহু বিশিষ্টজন।
যেহেতু আইনি কোন বাধা নেই, তাই প্রত্যেকেরই দাবি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত নিয়োগ হোক এবং যে অশুভ শক্তির চক্রান্তে মাদ্রাসা কমিশন ও বোর্ড সংকটের সম্মুখীন তাদের দূর্নীতি সামনে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
অপরপক্ষে বঙ্গীয় সংখ্যালঘু বৃদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক বলেন- মাদ্রাসা সার্ভিস কমিশন ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ দুটোই বহাল আছে ও থাকবে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উৎকর্ষ বিধানে খুবই আন্তরিক।
সভার শেষে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরারুল হক মন্ডল জানান তারা আগামী ২১শে সেপ্টেম্বর কলকাতায় কমিশনের মাধ্যমে নিয়োগ ও ট্রান্সফারের দাবিতে বৃহত্তর বিক্ষোভ সমাবেশ করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584