কালিয়াচক নাট্যদীপ সংস্থার উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য মেডিক্যাল ক্যাম্প

0
173

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,গাজোল:

মালদা জেলার গাজোল থানার বন্যা কবলিত তিনটি স্থানে মেডিক্যাল ক্যাম্প করা হয়।জেলার বন্যা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে তবে জল কমার সাথে সাথে নানা রকম রোগের প্রকোপ দেখা দিয়েছে।জ্বর,সর্দি,কাশি,মাথা ব্যথা, পেট খারাপ,চুলকানি প্রভৃতি রোগে আক্রান্ত বন্যার্ত মানুষরা।

চলছে মেডিকেল ক‍্যাম্প।

এই পরিস্থিতি তে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ালো কালিয়াচক নাট্যদীপ সংস্থা।সংস্থার উদ্যোগে রবিবার বন্যা দুর্গত এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়।মেডিক্যাল টিমে ছিলেন কালিয়াচক হাসপাতালের চিকিৎসক ডাঃ কাঞ্চন মুখার্জি,স্বাস্থ্য কর্মি তথা অভিনেত্রী মালা দে,নাট্যকার কল্লোল রায়,শিক্ষক-অভিনেতা রবীন্দ্রনাথ দাস,প্রভাত সিংহ প্রমুখ।গাজোলের করকোচ অঞ্চলের মালডাঙ্গা,ভাঙ্কুরা,ভিনভিনিয়া গ্রামের প্রায় চারশো আদিবাসী মানুষ এই মেডিক্যাল টিমের সুবিধা পান।এছাড়া মেডিক্যাল ক্যাম্প বসে ঐ অঞ্চলের কাঞ্চন দীঘি,গাজোল২ গ্রাম পঞ্চায়েতের মশালদীঘি ও ৩৪নম্বর জাতীয় সড়কের দুই ধারে ত্রাণ শিবিরে।এখানে প্রায় দুশোজন বন্যার্ত মানুষ এই চিকিৎসা সুবিধা পান।এই মেডিক্যাল টিমকে সহায়তা করেন করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গজেন কুমার বাড়ই,শিক্ষক কৃষ্ণকান্ত সরকার,সরকারি কর্মচারী সমরেশ বিশ্বাস,সমাজকর্মি সুকুমার সহ এলাকার সাধারণ মানুষ।মেডিক্যাল ক্যাম্প চলে সকাল দশ টা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here