কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুর:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির লাগাতার প্রতিবাদ জানাচ্ছে SUCI। আজ বেলদাতে মিছিল করে তারা। করা হয় প্রতিকী অবরোধ। ৫নং রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
বুধবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিছিল হয় বেলদায়। বেলদা ট্রাফিক স্ট্যান্ডে অবরোধ ও পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সার্কুলারের প্রতিলিপি পোড়ানো হয়। দলের পক্ষ থেকে দাবি তোলা হয় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করা যাবে না। অন্যান্য দেশের তুলনায় ভারতে পেট্রোল ডিজেলের দাম বেশি। আর সেই কারনে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মূল্যবৃদ্ধির হার। মূল্যবৃদ্ধি রোধ করার দাবি জানানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরোধিতা করা হয়েছে এদিনের কর্মসূচি থেকে। যদিও এদিন সর্বত্র একই কর্মসূচি গ্রহণ করেছে এসইউসিআই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584