সুদীপ পাল,বর্ধমানঃ
বানিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু করার দাবীতে বিক্ষোভ ও ক্লাস বয়কট করলো ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গলসি কলেজের ঘটনা। দাবি, অবিলম্বে কলেজে বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগ চালু করতে হবে। পড়ুয়াদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, আর্টস ছাড়া অন্য কোনো বিষয় পড়ার সুযোগ নেই এই কলেজে। ফলে বাধ্য হয়ে অন্য কলেজের খোঁজ করতে হয় উচ্চশিক্ষার জন্য। সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন ওই দুটি বিভাগ চালু হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। কলেজের অধ্যক্ষ কুমারেশ চ্যাটার্জ্জী বলেন, যে দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে তা আমাকে লিখিত ভাবে জানানো হয়নি। যদি এলাকার ছাত্রছাত্রীদের চাহিদা থাকে তাহলে আমাদের লিখিত ভাবে জানালে গভর্নিং বডিতে তোলা হবে।
জানা যায় পাঠক্রম শুরু হওয়ার ওই বিষয়ে কলেজের দারওয়ান অঞ্জন সাম রাজ্য শিক্ষা দপ্তর একটি মেল করে গলসি কলেজে বানিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। অভিভাবকরা বলছেন, গলসিতে কলেজ রয়েছে অথচ এই দুটি বিভাগ নিয়ে পড়তে গেলে যেতে হচ্ছে বর্ধমান, গুসকরা বা মানকর কলেজে। গলসি থেকে কলেজগুলির দূরত্ব যথেষ্ট। কুমারেশবাবু বলেন, কলেজের নতুন বিভাগ চালু করতে গেলে তার জন্য সব রকম পরিকাঠামো ঠিক হতে হবে। যদি এলাকার ছাত্রছাত্রীরা তাকে চিঠি দেন হয় তাহলে তিনি সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন। মৌখিক ভাবে বললে তিনি কোন পদক্ষেপ নিতে পারবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584