ছাত্র আক্রমণের বিরুদ্ধে যাদবপুরে প্রতিবাদসভা

0
111

নিজস্ব সংবাদদাতা, যাদবপুরঃ

২৬ আগস্ট বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীছাত্ররা কোলকাতার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন মহাত্মা গান্ধী রোড অঞ্চলে তৃণমূলের গুণ্ডাবাহিনী দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হয়।এই আক্রমণকে নেতৃত্ব দেন কানকাটা দেবা নামে পরিচিত দেবাশীস ব্যানার্জী নামক এক মাফিয়া ‘ছাত্র’নেতা বলেই অভিযোগ। আক্রান্তদের মধ্যে তিন জন মারাত্মকভাবে আহত ছাত্রকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।একজন মাথায় স্টিচ নিয়ে, প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা আপাত স্থিতিশীল।

Protest in Jadavpur
প্রতিবাদ সভা। নিজস্ব চিত্র

‘শিক্ষার অধিকার রক্ষা আন্দোলন’-এর পক্ষ থেকে তারা আজ বিভিন্ন কলেজ অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন। তাঁরা প্রচার করছিলেন শিক্ষা ক্ষেত্রের লাগামহীন বেসরকারিকরণ এবং ভারতজোড়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারহরণ বিষয়ে, কেন্দ্রীয় মোদী সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর (MHRD) কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) তুলে দিয়ে Higher Education Council of India (HECI) এবং Higher Education Funding Agency (HEFA)-র মধ্য দিয়ে যা বর্তমানে প্রতিভাত হচ্ছে।উচ্চশিক্ষায় কলেজ-ইউনিয়ন তুলে দিয়ে কাউন্সিল এনে যে ভয়ঙ্কর তোলাবাজি ও দুর্নীতি এ রাজ্য প্রত্যক্ষ করছে তার বিরুদ্ধে। তৃতীয়ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও যেভাবে SC/ST/OBC এবং বেশকিছু ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন (Pathologically other) -শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন খালি থেকে যাচ্ছে, তার বিরুদ্ধে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কর্তৃক শিক্ষাক্ষেত্রের ওপর এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে যে ভয়ঙ্করতম আক্রমণ নামছে তার বিরুদ্ধে একটি সেমিনার হওয়ার কথা আগামী ৩১ আগস্ট,যেখানে সমাজের বিভিন্ন স্তরের গবেষক,শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং শিক্ষকদের যোগ দেওয়ার কথা। এই আলোচনাসভার প্রচারেই গিয়েছিলেন তাঁরা।

Protest in Jadavpur
নিজস্ব চিত্র

এই আক্রমণের পরে আক্রান্ত ছাত্রছাত্রীদের সঙ্গে বহু সাধারণ মানুষ মুচিপাড়া থানায় যান কানকাটা দেবা সহ তার গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাতে। এরপর শিক্ষার্থীরা মিছিল ক’রে আক্রমণস্থলে আবার যায়।এই আক্রমণের বিরুদ্ধে ২৮ আগস্ট বিকেল ৫টায় যাদবপুর ৮বি বাসস্ট্যাণ্ড অঞ্চলে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বেলডাঙ্গায় বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here