কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মহানবী হজরত মুহাম্মদের উদ্দেশ্যে কটুক্তি করার প্রতিবাদে আজ সালার ব্লক মারকাজ মসজিদ অ্যাসোসিয়েশন অভিনব প্রতিবাদ সভা করে। শুক্রবার জুম্মার নামাজের পর সালার অঞ্চলের বিভিন্ন ইমামগণ সালার স্টেশন মারকাজ মসজিদের উপস্থিত হয়ে সই সংগ্রহ করেন ও একযোগে বিবৃতি দেন।
সমগ্র এলাকার স্বাক্ষর নিয়ে তাঁরা থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। রাস্তায় নেমে সাধারণ জনগণের সমস্যার সৃষ্টি করে এমন কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা মিছিল তাঁরা সংঘটিত করবেন না বলেই জানিয়েছেন। ভারতের আইন দ্বারা যাথে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলেই জানিয়েছেন তাঁরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584