নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খড়গপুরে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে পথে নামলো বাম শ্রমিক সংগঠন গুলি। বিভিন্ন দাবিতে প্রতিবাদ বৃহস্পতিবার খড়্গপুরে প্রতিবাদ সভা সংগঠিত করলো বাম শ্রমিক সংগঠন গুলো।
মূল দাবী গুলো ছিল,
কেন্দ্রীয় সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ বন্ধ করা।
রেল, বি এস এন এল, প্রতিরক্ষা কারখানা বেসরকারিকরণ বন্ধ করা।মোটর ভেইকেলস আইনে শিল্প এবং শ্রমিক বিরোধী পরিবর্তনের রদ করা।
ব্যাংক ও বীমা ক্ষেত্রে দেশি-বিদেশি পুঁজিপতিদের অনুপ্রবেশের বন্ধ করা।
মালিকদের স্বার্থে শ্রম আইন পরিবর্তন রদ করা।
আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়া ব্লকে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা
এই মূল দাবি গুলোকে সামনে রেখে বৃহস্পতিবার খড়্গপুর রেল স্টেশন-র কাছে বোগদা এলাকায় কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন গুলির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভার সভাপতিত্ব করেন সবুজ ঘোড়াই। বক্তব্য রাখেন সিআইটিউ নেতা অনিতবরণ মন্ডল, গৌতম দত্ত, এআইটিইউসি নেতা বাসুদেব ব্যানার্জী, প্রবীর গুপ্ত প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন গণসংগঠনের সংগঠক এবং বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন কীভাবে একতরফা বেপরোয়া বেসরকারিকরণ-র ফলে ভারতীয় অর্থনীতি তথা সমাজের ওপর কি ধরণের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584