আমরাও তো মানুষ, এভাবে বাঁচা যায়(!) বেহাল রাস্তা সারানোর আর্জি স্থানীয়দের

0
77

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

বাম আমল থেকে বর্তমান সরকারের আমল কোন আমলে উন্নয়নের ছিটেফোঁটার বিন্দুমাত্র পৌঁছায়নি রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিন্দুকাটা মৌজার কন্যাডুবা গ্রামে।

protest of locality of damage road | newsfront.co
চলাচলের অযোগ্য,এটাই রাস্তা।নিজস্ব চিত্র

জঙ্গলমহল অশান্ত পর্বের সময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কন্যাডুবা গ্রাম। রাজ্যে পালাবদলের পর ঝাড়গ্রাম জেলা জুড়ে উন্নয়নের জোয়ার বয়েগেলেও বিন্দু মাত্র উন্নয়ন হয়নি এই গ্রামে । সেই মাটির রাস্তা খানা ডোবা ভর্তি, কোথাও বা এক হাঁটু গর্ত। দেখলে মনেই হবে না রাস্তা বলে।

নিজস্ব চিত্র

যদিও একটি রাধানগর গ্রামপঞ্চায়েতের অর্থানুকূলে একটি কালভার্ট তৈরি হয়েছে  কন্যাডুবা গ্রামের পালপাড়াতে, তা কিন্তু মৃত্যুর ফাঁদ হিসেবেই দেখাচ্ছেন গ্রামবাসীর । দেখলে মনে হবে কালভার্ট নয় যেনো কোন পাহাড় । বছরের পর বছর ধরে এই ভাবেই রাস্তার জন্য নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে কন্যাডুবা গ্রামবাসীকে।

আরও পড়ুনঃ বেহাল রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

নিজস্ব চিত্র

গ্রামবাসীদের দাবি  এলাকায় পাকার রাস্তা তৈরি করা হোক। পালপাড়ার কালভার্টটি ভেঙে পুনর্নির্মাণ করা হোক।

গ্রামের বাসিন্দা রাজীব পাল বলেন, এই যন্ত্রনা ভোগ করতে পারছি না। রাস্তার যা বেহাল অবস্থা আশঙ্কাজনক অবস্থায় থাকা রুগীদের হাসপাতাল নিয়ে যাওয়া যায় না। এই ভাবে কি বাঁচা যায়। আমরাও তো মানুষ। প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমাদের গ্রামের রাস্তাটি পাকা করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here