সিএএ-এনআরসি-র বিরোধিতায় খড়্গপুর থেকে শান্তিপূর্ণ মিছিল

0
166

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

protest of nrc and caa Peaceful procession in kharagpur | newsfront.co
শিক্ষার্থীদের জমায়েত। ছবিঃ প্রতিবেদক

সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অসাংবিধানিক সিএএ আইনের প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেশের অলিতে-গলিতে জ্বলেছে মোদী-শাহের কুশপুতুল।

protest of nrc and caa Peaceful procession in kharagpur | newsfront.co
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ। ছবিঃ প্রতিবেদক

শান্তিপূর্ণ মিছিলে মানুষের ভিড়, চুপ করে বসে থাকা, প্রতিবাদে অংশ না নেওয়া জনসাধারণের বিবেকে আঘাত করেছে। পাশাপাশি জামিয়া মিলিয়া, আলিগড়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ঘটা পুলিশি অত্যাচার ও হেনস্থার প্রতিবাদে রাস্তায় হেঁটেছেন অগণিত মানুষ।

protest of nrc and caa Peaceful procession in kharagpur | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
protest of nrc and caa Peaceful procession in kharagpur | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ শিলিগুড়িতে এনআরসি সিএএ বিরোধী মিছিল কংগ্রেসের

গতকাল আইআইটি খড়্গপুর থেকে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সিএএ-এনআরসি-র প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে।

প্ল্যাকার্ডে ‘ধিক্কার’ জানানোর পাশাপাশি পুলিশের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আন্দোলনকারীরা। মিছিলে অংশ নিয়েছিলেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এছাড়াও ছিলেন অন্যান্য শিক্ষার্থীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here