এনাআরসি বাতিলের দাবিতে এসইউসিআই এর বিক্ষোভ

0
122

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ডিএম অফিসের সামনে এনআরসি বাতিলের দাবিতে বিক্ষোভ সংগঠিত করে এসইউসিআই কমিউনিস্ট।

এনআরসির নাম করে ১৯ লক্ষ ভারতীয়র নাগরিক পদ বাতিল করে দেশ থেকে উৎখাত করার যে ঘৃণ্য চক্রান্ত তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি।

এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য দীপক পাত্র,প্রতিবাদ সভায় তিনি ছাড়াও বক্তব্য রাখেন ডিএসও’র জেলা সভাপতি বিশ্বরঞ্জন‌ গিরি, শীর্ষেন্দু শাসমল প্রমুখ।৫ই সেপ্টেম্বর সারা দেশজুড়ে ডাকা প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসেবে এই বিক্ষোভ সংগঠিত হয়।আজ জেলার নারায়নগড়,খাকুড়দা,বেলদা’র কানপুর এ ও প্রতিবাদ সভা হয়।

নিজস্ব চিত্র

নারায়নগড়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য স্বদেশ পড়িয়া,খাকুড়দাতে বলরাম দাস ও কানপুরে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার জানা ও জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ দাস।

জেলা সম্পাদক কমরেড নারায়ন অধিকারী বলেন – “জয় শ্রীরাম ও হিন্দুত্বের স্লোগান দিতে দিতে একদিকে অমিত শাহ,জয় শাহ,বিজয় মালিয়া ,মেহুল চক্সি ,নীরব মোদী কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ,অন্যদিকে দেশের মধ্যে ধর্ম-বর্ন-জাত-পাত,সম্প্রদায় ও ভাষাকে ভিত্তি করে শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ তৈরি করে গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার সুকৌশলী চক্রান্ত।

আরও পড়ুনঃ কবিরাজি বন্ধ করায় বিক্ষোভ,আহত ওসি ও ১০ সিভিক ভলেন্টিয়ার

এনআরসি চালুর মধ্য দিয়ে ১৯ লক্ষ ভারতীয়কে প্রকৃত অর্থে নাগরিক হীন করে ডিটেনশন ক্যাম্পে শরণার্থী করে রাখার ষড়যন্ত্র করছেন। অত্যন্ত দুঃখের বিষয়,স্বাধীনতা সংগ্রামী মেহবুবার পরিবার‌ও এন‌আরসির তালিকা থেকে বাদ পড়েছে।

আমরা দাবি করছি-

অবিলম্বে মানুষে মানুষে বিভেদ তৈরীর এই এন আর সি বিল বাতিল করতে হবে।

বহু বছর ধরে আসামে বসবাসকারী লক্ষ লক্ষ প্রকৃত ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার এই চক্রান্ত বন্ধ করতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে‌ ১৯ লক্ষ মানুষকে নাগরিকত্বহীন করে ডিটেনশন ক্যাম্পে শরণার্থী করে রাখার এই ঘৃণ্য এনআরসি বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here