আপদ- মিত্র ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ সংশ্লিষ্ট দপ্তরের ট্রেনিং প্রাপ্তদের

0
61

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের আপদ- মিত্র ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের আপদ- মিত্র ট্রেনিং প্রাপ্ত যুবকদের। বিক্ষোভকারী যুবকদের দাবি তারা আপদ- মিত্র ট্রেনিং প্রাপ্ত। কিন্তু কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতর অবৈধ ভাবে অন্য যুবকদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হয়েছে। ট্রেনিং প্রাপ্ত যুবকদের দাবি তারা এই ইন্টারভিউ হতে দেবে না।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ডোমকলের ধুলাউড়ি পঞ্চায়েতে চুরির ঘটনায় সর্ষের মধ্যেই ভূত! ধরা পড়লো সিসিটিভি ফুটেজে

অন্যদিকে, এই বিষয়ে প্রশ্ন করা হলে কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী ও কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থপ্রতিম সরকার জানান যে, আজ কাউকে ইন্টারভিউ-এর জন্য  ডাকা হয়নি শুধুমাত্র নথিপত্র ভেরিফিকেশনের জন্য কিছু যুবককে ডাকা হয়েছিল । তাঁরা এও বলেন যে, তাঁদের দপ্তরের আপদ মিত্রতে নিয়োগ বা বিয়োগের কোনো এক্তিয়ার নেই সবটাই রয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের হাতে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। বিক্ষোভের জেরে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে কান্দি থানার পুলিশ মোতায়েন ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here