বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের দাবিতে ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন কর্মসূচি বামপন্থী সংগঠনের

0
94

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কেউ ভ্যাকসিন পাবে আর কেউ পাবে না, তা হবে না। সমস্ত মানুষকে বিনা কুপনে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। এছাড়া ভুয়ো ভ্যাকসিন কান্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এর পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ আটকাতে স্বাস্থ্য দপ্তরকে প্রস্তুত থাকাসহ আরও কিছু দাবি দাওয়া নিয়ে গতকাল থেকেই শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক হসপিটালে ডেপুটেশন কর্মসূচি।

protest over vaccine
নিজস্ব চিত্র

এই কর্মসূচিতে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে কর্ণসুবর্ণ, শক্তিপুর হাসপাতালের বিএমওএইচ’কে বিনামূল্যে ভ্যাকসিনের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া নবগ্রাম ব্লক হসপিটালের বিএমওএইচ’কেও ডেপুটেশন দেয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নবগ্রাম লোকাল কমিটি। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ নূরুল হাসান, সন্দীপন দাস, সৌরভ ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Protest over fuel price hike
নিজস্ব চিত্র

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নামল বড়ঞা এরিয়া কমিটি। মন রেগার কাজ ২০০ দিন করা এবং মজুরি বাড়ানোর দাবিতে যৌথভাবে আন্দোলনে নামল সিআইটিইউ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা। আজ নবগ্রাম ব্লক মোড়ে তিনটি সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সভা হয়। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা মুকুল মন্ডল।

আরও পড়ুনঃ ফের ডোমকলে আবাস যোজনার ঘরের দুর্নীতির অভিযোগ

দেশজুড়ে শ্রমিক, কৃষক, খেতমজুররা ১১ দফা দাবির ভিত্তিতে লড়াই শুরু করেছেন। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশব্যাপী লড়াইকে অভিনন্দন জানানোর পাশাপাশি নয়া বিদ্যুৎ বিল বাতিলের দাবি করা হয়। দীর্ঘ লড়াই সত্বেও কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী আইন বাতিল করছে না কর্পোরেটদের স্বার্থে, দাবি সংগঠনের। ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করার দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচী থেকে। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা আমির আলী, সিটু নেতা সঞ্জীব পান্ডে, খেতমজুর নেতা জুয়েল শেখ প্রমূখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here